চীন সম্পর্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খণ্ডন করলো বেইজিং
2022-11-28 19:17:18

নভেম্বর ২৮: সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেল বার্ক একটি অনুষ্ঠানে বলেছেন যে চীন ও সৌদি আরবসহ জি-৭৭-এর ধনী দেশগুলো নিজেদের স্বার্থে অন্য দেশের ওপর চাপ প্রয়োগ করে। 

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বলেছেন, সত্যকে সম্মান করে মন্তব্য করা উচিৎ; ভুল তথ্যের ভিত্তিতে সমালোচনা করা উচিৎ নয় । জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কথা সত্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

 

চীনা মুখপাত্র বলেন, চীন জি-৭৭-এর সদস্য নয়। বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন সব সময় উন্নয়নশীল দেশগুলোর পক্ষে রয়েছে এবং তাদের স্বার্থ রক্ষা করে চলে। উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নে যথাসাধ্য সাহায্য প্রদান করে এবং উভয়ের স্বার্থ রক্ষা করে।

 

তিনি বলেন, অন্য দেশের মতো নিজের স্বার্থ অর্জনের জন্য উন্নয়নশীল দেশের উপর চাপ তৈরি করে না চীন। বিমানবন্দর, নৌ বন্দর ও টেলিযোগাযোগসহ নানা ক্ষেত্রে চীন উন্মুক্তকরণ অব্যাহত রেখেছে। বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি ড্যানিশ মারস্ক চীনের তালিয়ান, থিয়ান চিন, ছিনতাও, শাংহাই, ও শেনচেনসহ নানা জায়গায় বন্দর নির্মাণে বিনিয়োগ করেছে। ২০১২ সালে নিংপো বন্দরের ৪৩০কোটি ইউয়ানের একটি প্রকল্পের ২৫ শতাংশ শেয়ার লাভ করেছে এ কোম্পানি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের জুন মাস পর্যন্ত চীনে মোট ২৬৬টি বিদেশি টেলিযোগাযোগ কোম্পানি ব্যবসার অনুমোদন পেয়েছে।

 

তিনি আরও বলেন, চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হবার ৪০ বছরে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাজার, আইনের শাসন, বৈশ্বিক ব্যবসায়ী পরিবেশ সরবরাহ করতে চেষ্টা চালাচ্ছে চীন এবং বিশ্বের নানা দেশের সঙ্গে সহযোগিতা গভীরতর ও সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক বেইজিং। (শিশির/এনাম/রুবি)