চীনে নিযুক্ত নতুন রুশ রাষ্ট্রদূতের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2022-11-28 11:22:33

নভেম্বর ২৮: গতকাল (রোববার) চীনে নিযুক্ত নতুন রুশ রাষ্ট্রদূত ইগর মরগুলভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন।

    বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সত্ত্বেও, চীন ও রাশিয়া পারস্পরিক কৌশলগত আস্থা বজায় রাখবে এবং বাস্তব পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে। দু’দেশ সার্বিক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করার পাশাপাশি, যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সুরক্ষায়ও ভূমিকা রেখে যাবে।

    আগের মতো ভবিষ্যতেও বেইজিং রুশ রাষ্ট্রদূতকে নিজ দায়িত্ব পালনে সবধরনের সমর্থন দেবে জানিয়ে তিনি বলেন, চীন ও রাশিয়া উভয়েই আধিপত্যবাদের বিরোধী এবং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা আর আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গঠিত শৃঙ্খলার পক্ষের শক্তি।

    তিনি আরও বলেন, চীন ও রাশিয়া উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখবে, একে অপরের উন্নয়ন-কার্যক্রমকে সমর্থন দেবে। দু’দেশ শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।

    জবাবে, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রুশ-চীন সম্পর্ক সুসংবদ্ধ, যা যে-কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি বিভিন্ন খাতের সার্বিক সহযোগিতা গভীরতর করবে চীন, যাতে রুশ-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। (সুবর্ণা/আলিম/রুবি)