কোনো রাজনৈতিক স্বার্থে শ্রীলংকায় বিনিয়োগ করেনি চীন
2022-11-28 18:14:57

নভেম্বর ২৮: শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি সম্প্রতি তাঁর দেশে চীনের ঋণের ফাঁদের কথা অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, শ্রীলংকাকে চীনের দেওয়া সহযোগিতায় অতিরিক্ত রাজনৈতিক শর্ত নেই। কোনো রাজনৈতিক স্বার্থে দেশটিতে চীন বিনিয়োগ ও ঋণদান করেনি।

 

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশকে যথার্থ সম্মান করে এবং ঋণ নেয়ার ব্যাপারে বাধ্য করেনি চীন। ঋণের ফাঁদ কেবল পশ্চিমাদের অপপ্রচার। চীন বরাবরই শ্রীলংকার ঘনিষ্ঠ বন্ধু, চলতি বছর ‘চাল-আটা চুক্তি’ স্বাক্ষরের ৭০তম বার্ষিকী উদযাপন করবে দু’দেশ।

 

চাও লি চিয়ান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানায় চীন। তাঁর বক্তব্যে কথিত ‘ঋণের ফাঁদ’ নিয়ে মিথ্যাচার খণ্ডিত হয়েছে।  শ্রীলংকার বর্তমান সংকট ও চ্যালেঞ্জে সহানুভূতি প্রকাশ করে চীন। দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যথাসাধ্য সহযোগিতা করতে ইচ্ছুক বেইজিং।

 

চাও লি চিয়ান আরও বলেন, চলতি বছর দু’দেশের ‘চাল-আঠা চুক্তি’ স্বাক্ষরের ৭০তম বার্ষিকী পালিত হবে। শ্রীলংকার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব সম্প্রসারণ, কৌশলগত আস্থা সুসংহত এবং বাস্তব সহযোগিতা গভীরতর করতে চায় চীন, যাতে চীন-শ্রীলংকা কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সুসংহত হওয়ার পাশাপাশি দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি হয়।

(রুবি/এনাম/শিশির)