শাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের অনুমোদন দিল ইরানি সংসদ
2022-11-28 16:20:15

নভেম্বর ২৮: গতকাল (রোববার) শাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের যোগদান-সংক্রান্ত একটি বিল ইরানি সংসদে সর্বোচ্চ ভোটে পাস হয়েছে।

 

ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র আবু ফজল আমুয়ি ভোটদানের পর বলেছেন, সংসদের অনুমোদন শাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের যোগদানের পথকে প্রশস্ত করবে।

 

এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সংসদের ভোটে প্রমাণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

 

সেসঙ্গে বহুপক্ষবাদকে বর্তমান শতাব্দীর বাস্তবতা বলে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। (শিশির/এনাম/রুবি)