সহজ চীনা ভাষা---‘জীবনের প্রতি উৎসাহী’
2022-11-28 13:06:19

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘জীবনের প্রতি উৎসাহী’, এর চীনা ভাষা হল ‘热爱生命’। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের আধুনিক কবি ওয়াং কুও চেন রচিত একটি কবিতা। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে কবিতা লেখা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি কবিতা ‘আমি হাসতে হাসতে জীবনে যাই’ প্রকাশ করেন, এর মাধ্যমে সবাই তাকে জানে। এই কবিতা ওয়াং কুও চেনের কবিতার শৈলী প্রকাশ করেছে।   যা ইতিবাচক ও উৎসাহিত মনোভাবের। জীবনে বিভিন্ন সমস্যা ও বাধাগুলোর বিষয়ে তাঁর কবিতাগুলো সবসময় ইতিবাচক মনোভাব তুলে ধরে। অনেক মানুষ তার কবিতা থেকে শক্তি ও আস্থা পায়, এটাই তার কবিতা জনপ্রিয় হওয়ার কারণ। কবিতা লেখার পাশাপাশি ওয়াং কুও চেন চিত্রকলা, হস্তলিপিশিল্প ও সংগীত নিয়ে অনেক গবেষণা করেছেন।

আজকের পাঠ হল ওয়াং কুও চেনের সবচেয়ে বেশি প্রচলিত একটি কবিতা। কিভাবে জীবন কাটানো যায়- তা একটি জটিল দার্শনিক প্রশ্ন। কবিতায় সাফল্য, প্রেম, ভবিষ্যত, চেষ্টা- এই ৪টি দিক থেকে জীবন সম্পর্কে তার চিন্তাভাবনা ফুটে উঠেছে। তার মনে হয়, জীবনকে ভালোবাসলে এবং আপ্রাণ চেষ্টা করলে জীবন অর্থপূর্ণ হবে এবং উন্নত অভিজ্ঞতা অর্জন করা যাবে।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

生命 shēng mìng জীবন  热爱生命 rè ài shēng mìng জীবনকে ভালোবাসা 尊重生命 zūn zhòng shēng mìng জীবনকে সম্মান করা珍惜生命 zhēn xī shēng mìng জীবনকে মূল্যায়ন করা  时间就是生命 shíjiān jiù shìshēng mìng সময় হল জীবন  

热爱rè ài পছন্দ করা/ভালোবাসা/উৎসাহী  热爱工作rè àigōng zuò কাজের জন্য উৎসাহী 热爱故乡rè àigù xiāng জন্মস্থানকে ভালোবাসা 热爱祖国rè ài zǔ guó দেশকে ভালোবাসা  热爱和平rè àihé píng শান্তি ভালোবাসা 他从小就热爱运动tā cóng xiǎo jiù rè àiyùn dòng ছোটবেলা থেকেই সে ক্রীড়া খুব ভালোবাসে  越来越多人热爱中国文化yuè lái yuè duō rén rè ài zhōng huó wén huà আরো বেশি মানুষ চীনা সংস্কৃতি ভালোবাসে 

不在乎 bú zài hū পাত্তা না দেওয়া /খেয়াল না করা 他不在乎别人的看法bú zài hūbié rén de kàn fǎ অন্য মানুষ কি ভাবছে সে খেয়াল না করা 我不在乎明天的天气怎样 wǒ bú zài hū míng tiān tiān qì zěn     yàng আগামীকালের আবহাওয়া কেমন হবে তাতে আমি খেয়াল করি না/ গুরুত্ব দেই না।

选择 xuǎn zé বাছাই/সিদ্ধান্ত 明智的选择 míng zhìde xuǎn zé বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত  最好的选择 zuì hǎo de xuǎn zé শ্রেষ্ঠ বাছাই 我没有选择 wǒ méi yǒu xuǎn zé আমার কোনো পছন্দ/বাছাই নেই 他做出了选择tā zuò chū le xuǎn zé সে সিদ্ধান্ত নিয়েছে 他选择用乐观的态度面对困难 tā xuǎn zé yang lè guān de tài dù miàn duì kùn nán সে আশাবাদী মনোভাব নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।