ছোংছিং-এ মহামারী প্রতিরোধের খোঁজ নিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী
2022-11-28 16:58:21

নভেম্বর ২৮: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করতে রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী সুন ছুন লান গত ২১ থেকে ২৭ নভেম্বর ছোংছিং মহানগরের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সর্বশেষ খোঁজ-খবর নিয়েছেন।

 

সুন ছুনলান বলেন, বর্তমানে ছোংছিং শহরের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। পর্যবেক্ষণ অনুযায়ী, ঝুঁকি সেখানকার গবেষণা করা উচিৎ। মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সাফল্য সুসংহত এবং কম সংক্রমিত এলাকায় সামাজিক বিষয়াদি স্বাভাবিক করে তোলার অগ্রগতি বেগবান করা উচিৎ।

 

তিনি বলেন,  সার্বিকভাবে চিকিৎসা সেবা প্রদান, বিশেষ করে শিশু ও বয়স্কদের চিকিৎসা নিশ্চিত করা উচিৎ। সময় মতো জনগণের প্রয়োজনীয় দাবি পূরণ এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের শৃঙ্খলা রক্ষা করা উচিৎ।

 

গত কয়েক দিন ধরে ছোংছিং মিউনিসিপাল পার্টি কমিটির নেতৃত্বে বিভিন্ন বিভাগ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আর্থ-সামাজিক উন্নয়নের সমন্বয় করে আসছে। পরিবহনের সুষ্ঠু চলাচল ও জনগণের মৌলিক চাহিদা তথা চিকিৎসা ও ওষুধসহ নানা প্রয়োজন পূরণ করে আসছে।

 

তিনি বলেন, বর্তমানে ছোংছিং শহরে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ পর্যায়ভুক্ত সাফল্য অর্জিত হয়েছে। মহামারীর ছড়িয়ে পড়ার প্রবণতা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পরিস্থিতি ভালো দিকে এগিয়ে যাচ্ছে।

 

লিলি/এনাম/রুবি