পূর্ব চীনের জলাভূমিতে লক্ষ লক্ষ শীতের পাখি
2022-11-28 18:31:02

নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের বিভিন্ন প্রদেশের জলাভূমিগুলোতে লক্ষ লক্ষ শীতের পাখি তাদের মৌসুমী আবাসস্থল গড়ে নিয়েছে।

পূর্বচীনের আনহুই প্রদেশের সাইচিহু জাতীয় জলাভূমি পার্কে ৫০ হাজারের বেশি পরিযায়ী পাখি এসেছে। প্রায় ১৪০ প্রজাতির পাখি এখানে অক্টোবর থেকে মার্চ পযন্ত শীতকালীন আশ্রয় নিয়েছে। এদের মধ্যে আছে  সাদা-ফ্রন্টেড গিজ, ইউরেশিয়ান স্পুনবিলস এবং বিন গিজসহ বিভিন্ন প্রজাতি।

পরিযায়ী পাখিদের সুরক্ষার জন্য লেকে চারটি ফিডিং জোন তৈরি করা হয়েছে যাতে শীতকালে তাদের খাদ্যের সমস্যা না হয়।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে, ৬০ টিরও বেশি প্রজাতির ১ লাখ ২০ হাজারেরও বেশি পরিযায়ী পাখি শীত কাটাতে পাইথা লেক ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে এসেছে।

 

এদের মধ্যে চাইনিজ ইগ্রেট, কালো গলা বুশটিটস, ডাউরিয়ান রেডস্টার্টস, ইস্টার্ন গ্রাস পেঁচা এবং লম্বা কানের পেঁচা রয়েছে।

পাইথা লেক ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কের পরিবেশ সুরক্ষা স্বেচ্ছাসেবক চৌ লুছিন জানান, "এ বছর পরিযায়ী পাখির সংখ্যা এবং বৈচিত্র্য আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুদিক থেকেই  রেকর্ড করেছে। বিশেষ করে বিপন্ন চীনা ইগ্রেটের জন্য যা প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে৷ পাইথা লেক জাতীয় জলাভূমি পার্কে পাওয়া মূল্যবান পাখিটি  অনেক সংখ্যায় এসেছে যা বেশ বিরল। এটি ইঙ্গিত দেয় যে স্থানীয় পরিবেশ উন্নত হচ্ছে এবং পাখিদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।’

এছাড়াও, জলাভূমির চারপাশে অবস্থিত উদ্যোগগুলি থেকে নিরাপদে বর্জ্য জল প্রক্রিয়াকরণ এবং দূষণ থেকে রক্ষা করার জন্য  শোধনাগার তৈরি করা হয়েছে।

 

৮০০ হেক্টরের বেশি এলাকা জুড়ে এবং প্রায় ৮০ টি দ্বীপের পাইথা লেক ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্ক প্রাকৃতিক জলাভূমি সম্পদ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং পরিযায়ী পাখি ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, উভচর এবং মাছের আবাসস্থল।

শান্তা/মিম