জীববৈচিত্র সংরক্ষণে ব্যাপক সফলতা পেয়েছে চীন
2022-11-28 18:25:15

নভেম্বর ২৮:  আজ (সোমবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে  জীববৈচিত্র সংরক্ষণে গত এক বছরে প্রাপ্ত ফলাফল তুলে ধরেছে চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়।

 

সম্মেলনে জানানো হয়, জাতিসংঘ জীববৈচিত্র কনভেনশন স্বাক্ষরকারীদের ১৫তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আগামি ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অধিবেশনের প্রতিপাদ্য হল ‘প্রাকৃতিক সভ্যতা: পৃথিবী ও জীবনের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন’।

 

সম্মেলনে গত বছর অক্টোবর মাসে প্রথম অধিবেশনের পরের এক বছরে চীনের জীববৈচিত্র খাতের সফলতা তুলে ধরেন মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা।

 

তাতে দেখা যায়, গেল এক বছরে চীনের জীববৈচিত্র সংরক্ষণ কার্যক্রম মূলধারায় পরিণত হয়েছে। সম্প্রতি সমাপ্ত সিপিসির ২০তম জাতীয় কংগ্রেসে জৈব নিরাপত্তা ও নিশ্চয়তা ব্যবস্থা জোরদার করা দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

 

কংগ্রেসে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রকল্প, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা জোরদারসহ নানা বিষয়ে জোর দেয়া হয়েছে।

 

জাতীয় গণকংগ্রেসে জলাভূমি সংরক্ষণ আইন, পশুপালন আইন, বীজ আইন পাস হয়েছে।  জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ তালিকা হালনাগাদ হয়েছে।

 

তাছাড়া, প্রতিষ্ঠিত হয়েছে প্রথম দফার জাতীয় পার্ক। এসব প্রমাণ করে যে অনুপ্রেরণা এবং সমন্বয় কাজে লাগিয়ে নিজের দায়িত্ব পালন করে চীন।

(শিশির/এনাম/রুবি)