চীনের চিয়াং সু প্রদেশে শরত্কালীন ফসলের ৯৮ শতাংশ কাটা শেষ
2022-11-27 18:16:23

নভেম্বর ২৭: চীনের চিয়াং সু প্রদেশে শরত্কালীন ফসল ঘরে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। ২৫ নভেম্বর পর্যন্ত প্রদেশে ফসল কাটা হয়েছে ২৯ লাখ ১২ হাজার হেক্টর জমির। পাশাপাশি, গ্রীষ্মকালীন ফসল রোপিত হয়েছে ২৩ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে, যা মোট জমির ৯৬ শতাংশ।

চিয়াং সু প্রদেশের কৃষি ও গ্রাম বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, পুরো প্রদেশে শরত্কালীন ফসল কাটা ও রোপনের কাজ নভেম্বর মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে। বৃষ্টিপাত ও শীতল বায়ু আসার আগে ফসল কাটার গতি দ্রুততর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর চিয়াং সু প্রদেশে গ্রীষ্মকালীন ফসলের পরিমাণ হবে ১৪০০ কোটি ৫০ লাখ কেজি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৫০ লাখ বেশি।  (রুবি/আলিম/শিশির)