যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি লঙ্ঘনে চীনের উদ্বেগ
2022-11-27 18:10:47

 নভেম্বর ২৭: যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। গত ২৪ ও ২৫ নভেম্বর সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার পণ্যবাণিজ্য পরিষদের সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করে চীনা প্রতিনিধিদল।

 সম্প্রতি গৃহীত মার্কিন ‘মুদ্রাস্ফীতি নিরসন আইন’-এর বেশ কয়েকটি বাণিজ্যিক বৈষম্যমূলক ধারা ও ভর্তুকি ব্যবস্থা প্রসঙ্গে চীনা প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এই মার্কিন আইন বিশ্ব বাণিজ্য সংস্থার বিধির সঙ্গে সংগতিপূর্ণ নয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব শিল্প চেইন ও মূল্য চেইনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

সম্মেলনে চীনা প্রতিনিধিদল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মবিধি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেছে, ওয়াশিংটনকে উক্ত আইনের বিতর্কিত ধারাগুলো বাদ দিতে হবে এবং একে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ করতে হবে। (রুবি/আলিম/শিশির)