দারিদ্র্যবিমোচন কার্যক্রমের সাফল্য ধরে রাখার তাগিদ দিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী
2022-11-27 18:09:08

নভেম্বর ২৭:  চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া, গত ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ইয়ুননান পরিদর্শনকালে, সেখানকার  দারিদ্র্যবিমোচন কার্যক্রমের সাফল্য ধরে রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারাবাহিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার আলোকে, দারিদ্র্যবিমোচন কার্যক্রমের  সাফল্য ধরে রাখতে শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপ-প্রধানমন্ত্রী হু বলেন, ইয়ুননান প্রদেশে সদ্যদারিদ্র্যমুক্ত জনসংখ্যা অনেক বেশি। উন্নয়নের দিক দিয়েও অঞ্চলটি তুলনামূলকভাবে পিছিয়ে আছে। তাই, এতদঞ্চলের ওপর বিশেষ নজর রাখতে হবে, যাতে কোনোভাবে দারিদ্র্য আবার ফিরে আসতে না-পারে।

তিনি আরও বলেন, টেকসই দারিদ্র্যমুক্তির জন্য মূলত উন্নয়নের ওপর নির্ভর করতে হবে এবং স্থানীয় সম্পদের সুবিধা কাজে লাগিয়ে, নানান বৈশিষ্ট্যসম্পন্ন গ্রামীণ শিল্প উন্নয়ন করতে হবে।  (রুবি/আলিম/শিশির)