ব্রাজিলে ঊনবিংশ আন্তর্জাতিক চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ মেলা অনুষ্ঠিত
2022-11-27 18:00:05

নভেম্বর ২৭: গতকাল (শনিবার) ‘ঊনবিংশ আন্তর্জাতিক চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধ মেলা’ ব্রাজিলের সাও পাওলো-তে উদ্বোধন হয়। দু’দিনব্যাপী এ মেলার প্রতিপাদ্য হচ্ছে: ‘চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধের বৈশ্বিক ও উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং বিশ্বের নানান দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখা’।

ওয়ার্ল্ড ফেডারেশন অফ চায়নিজ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান মা চান চুং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ব্রাজিলে চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও আকুপাংচারের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। এই মেলাও এবারই প্রথম দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায়, দক্ষিণ আমেরিকায় চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধের প্ল্যাটফর্ম আরও সম্প্রসারিত হবে।

ওয়ার্ল্ড ফেডারেশন অফ চায়নিজ মেডিসিন সোসাইটির উদ্যোগে এ মেলা আয়োজিত হয়। প্রায় ৪০০ জন সংশ্লিষ্ট পেশাদার এবারের মেলায় অংশগ্রহণ করতে আসেন। পাশাপাশি, অনলাইনেও অনেকে এতে অংশ নেন। (শিশির/আলিম/রুবি)