রোববারের আলাপন- কাতার বিশ্বকাপ ২০২২
2022-11-27 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আলিম এবং আকাশ। 

আকাশ: বন্ধুরা, ২০ নভেম্বর রাতে আমি বড় ভাই-আলিম ভাইকে কিছু ছবি পাঠিয়েছি উইচ্যাটের মাধ্যমে। বিশ্বকাপের উদ্বোধনসম্পর্কিত কিছু ছবি। কারণ আমি জানি, গভীর রাত হলেও তিনি আমার মতো টিভিতে খেলা দেখেন। হ্যাঁ, বন্ধুরা, আমাদের ফুবটল ফ্যানদের জন্য ৪ বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবারের বিশ্বকাপের আসর বসেছে কাতারে। আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন? 


বন্ধুরা, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় ২০ নভেম্বর সন্ধ্যায় কাতারে আয়োজিত হয়। এবারের বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারই প্রথম মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানের পর, এবারের বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক কাতারের সঙ্গে উদ্বোধনী খেলায় নামে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও স্বাগতিক দেশ প্রথম খেলায় হারেনি। কিন্তু এবার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, স্বাগতিক কাতার ইকুয়েডরের কাছে হেরেছে ০-২ গোলে।  


গ্রুপ পর্যায়ে কাতারকে সেনেগাল ও নেদারল্যান্ডসের সাথে খেলতে হবে। এই দুটি দল আরও বেশি শক্তিশালী। তাই, সামনের দুটি ম্যাচ থেকে কোনো পয়েন্ট পেতে হলে কাতারকে অনেক ভালো ফুটবল খেলতে হবে।

বড় ভাই, শুরুতে ফুটবল বিশ্বকাপ নিয়ে আপনার ছোটবেলার স্মৃতি সম্পর্কে জানতে চাই। আপনি ফুটবল পছন্দ করেন। যখন ছোট ছিলেন, তখন বিশ্বকাপের খেলা দেখার আনন্দ নিশ্চয়ই আরও বেশি ছিল? 

আলিম: …

আকাশ: এখন, এবারের বিশ্বকাপ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই? এবারের বিশ্বকাপ আপনার কাছে কেমন মনে হয়?

আলিম:….

আকাশ: আমার মনে আছে, আপনি হচ্ছেন ব্রাজিলের ফ্যান, আমি হচ্ছি আর্জেন্টিনা দলের ফ্যান। তাহলে এবারের বিশ্বকাপের দলগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কী? কোন দল এবারের বিশ্বকাপ জয় করতে পারবে বলে আপনার মনে হয়?

আলিম:...

আকাশ: বড় ভাই, আমি জানি চলতি বছর আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল 

অতন্ত্য ভালো খেলেছে আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশের পুরুষ ফুটবল দলের এখন অবস্থা কেমন? 

আলিম:...

আকাশ: বড় ভাই, এখনও আমার মনে আছে, ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপ আয়োজনের সময়, তখন আমি বিশ্ববিদালয়ের লেখাপড়া করতাম। তখন আমার রুমমেট ও সহপাঠীরা একযোগে বিশ্বকাপ টিভিতে লাইভ দেখেছি। অনেক অনেক ভালো লেগেছে। বড় ভাই, কোন বিশ্বকাপ আপনার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে? 

আলিম:...

প্রিয় শ্রোতা, আজকের রোববারের আলাপন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।