বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক উন্মুক্তকরণ নিয়ে সাংহাইয়ে ফোরাম অনুষ্ঠিত
2022-11-27 17:35:10

নভেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক : 'সাংহাইকে আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি নতুন যাত্রা: প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ ও উচ্চ-মানের উন্নয়ন' এই থিমকে সামনে রেখে সাংহাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ডেভেলপমেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সাংহাইয়ে এ বার্ষিক অর্থনৈতিক ফোরামটি অনুষ্ঠিত হয়। এতে বৈশ্বিক অর্থনীতি এবং আর্থিক উন্মুক্তকরণ নিয়ে আলোচনা করতে অনলাইন এবং অফলাইনে যোগ দেন চীনের অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি দল।

 

ফোরামে একটি নতুন যুগে বিশ্ব অর্থনীতি, আর্থিক দৃষ্টিভঙ্গি এবং উচ্চ-মানের উন্নয়নে আর্থিক উন্মুক্তকরণ সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞরা।  সাংহাই অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ ফাইন্যান্স, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সাংহাই ব্যুরো, সুহুই জেলার স্থানীয় সরকার এবং সাংহাই ফাইন্যান্সিয়াল সোসাইটির যৌথ আয়োজনে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২২  এবং সাংহাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার ২০২২-এর ওপর একটি সিরিজ রিপোর্ট এবারের ফোরামে প্রকাশ করা হয়।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।