শেনচৌ ১৫ মানববাহী মহাকাশযানের যৌথ প্রাক উৎক্ষেপন পরীক্ষা
2022-11-27 17:38:22

নভেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশে নতুন করে আরও তিন থাইকোনট পাঠাচ্ছে চীন। এ লক্ষ্যে যৌথভাবে মানববাহী মহাকাশযানের প্রাক উৎক্ষেপণ পরীক্ষা সম্মন্ন করেছে চীন। চীনের মানব মহাকাশ সংস্থা রোববার এ প্রাক-উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে।

এর মাধ্যমে লঞ্চ সাইটের সুবিধা এবং সরঞ্জামগুলোর কর্মক্ষমতা এবং পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রাক-লঞ্চ ফাংশন চেক এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে এ যৌথ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো চীনের মানব মহাকাশ সংস্থা।

মহাকাশে  নিজেদের স্পেস স্টেশন নির্মাণ করেছে চীন। সেই স্পেস স্টেশনেই ছয় মাসের জন্য নতুন করে ৩ নভোচারীকে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে চীনের মহাকাশ সংস্থা।

তানজিদ/হাশিম

তথ্য: সিজিটিএন।