ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে প্রকৃত কেনাকাটা ১.২ শতাংশ কমতে পারে: পূর্বাভাস
2022-11-26 16:21:18

নভেম্বর ২৬:যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কেনাকাটার মৌসুম শুরু হয় ২৫ নভেম্বর। অনেক বিশ্লেষক মনে করেন, চলতি বছরের এ সময় প্রকৃত কেনাকাটা ১.২ শতাংশ কমে যেতে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুসারে, চলতি বছর মার্কিন ছুটির মৌসুমে সামগ্রিক খুচরা বিক্রয় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, মুদ্রাস্ফীতি বিবেচনায় নিলে প্রকৃত বিক্রয় ১.২ শতাংশ হ্রাস পাবে।

ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্কের পূর্বে প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন গৃহস্থালী ঋণ ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে, যার মধ্যে ক্রেডিট কার্ডের ঋণের ব্যালেন্স গত বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেড়ে ৯৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। (লিলি/আলিম/রুবি)