বেইজিংয়ে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
2022-11-26 17:10:57

নভেম্বর ২৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) বিকেলে, বেইজিংয়ের গণমহাভবনে, কিউবার সফররত প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানাল বার্মুদেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও কিউবার ঐতিহ্যিক মৈত্রী গভীর এবং দু’পক্ষ সমসময় পরস্পরের ওপর আস্থা রাখে ও একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। চীন সবসময় দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এবং কিউবাকে নিজের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথে চলতে সমর্থন দিয়ে যাবে।

লি খ্য ছিয়াং বলেন, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, চীন কিউবার সঙ্গে নিজ নিজ উন্নয়ন-কৌশল সংযুক্ত করতে ও দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা গভীরতর হবে এবং ই-বাণিজ্য, পরিষ্কার জ্বালানিসহ নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেইজিং আরও বেশি কিউবান পণ্য আমাদানিতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কিউবার প্রেসিডেন্ট বলেন, সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি ও সমাজ উন্নয়ন, মহামারী প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সমর্থনের জন্য তাঁর দেশ চীনের কাছে কৃতজ্ঞ। চীনের সঙ্গে  আর্থ-বাণিজ্য, মত্স্য, ডিজিটাল অর্থনীতি, পরিষ্কার জ্বালানি ও অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় কিউবা। (শিশির/আলিম/রুবি)