৮ বছরে বিশ্বজুড়ে ৫০ হাজার লোক অভিবাসনের পথে মারা যায়
2022-11-26 16:25:01

নভেম্বর ২৬:২০১৪ সাল থেকে বিগত আট বছরে, বিশ্বজুড়ে অভিবাসনের সময়, ৫০ হাজারেরও বেশি লোক মারা গেছেন ও ৩০ হাজারেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, মৃত অভিবাসীদের মধ্যে অর্ধেকেরও বেশি ইউরোপে যাওয়ার পথে বা ইউরোপের মধ্যে অভিবাসনের সময় মারা যান। তাদের মধ্যে ভূমধ্যসাগরীয় রুটে অন্তত ২৫ হাজার ১০৪ জন প্রাণ হারিয়েছেন।

তা ছাড়া, প্রায় ৭ হাজার অভিবাসী আমেরিকা মহাদেশে মারা গেছেন, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের পথে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসীদের মধ্যে ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনা সত্ত্বেও, সংশ্লিষ্ট বিভিন্ন দেশের সরকার এ সংকট মোকাবিলায় একসাথে প্রায়ই কাজ করেনি বা করছে না। (লিলি/আলিম/রুবি)