ইইউ-তে নিজেদের ব্যবসা বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ বড় কোম্পানি
2022-11-26 18:37:42

নভেম্বর ২৬: তিন ভাগের এক ভাগ বড় কোম্পানি ইউরোপীয় ইউনিয়নে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও চাহিদা হ্রাস এর মূল কারণ।  সম্প্রতি ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় এ তথ্য প্রকাশিত হয়।

ইউরোপের একটি লবি গ্রুপ এবং একটা মার্কিন থিং ট্যাংকের যৌথ জরিপ অনুযায়ী,  ইউরোপের আস্থাসূচক ২০২২ সালের প্রথমার্ধের ৩৭ থেকে নেমে দাঁড়িয়েছে ২৪-তে, যা মহামারী শুরুর পর সর্বনিম্ন। পাশাপাশি, মার্কিন ব্যবসায়ী নেতাদের আস্থাসূচকও ৪২ থেকে নেমে ৩২-তে দাঁড়িয়েছে, যা ২০০৭-২০০৯ অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে কম। (শিশির/আলিম/রুবি)