চীনে তৈরি হচ্ছে সবুজ চাকরির সুযোগ
2022-11-25 19:32:59

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক:  চীন সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে পরিবেশ সুরক্ষা কার্যক্রমের এই ধারায় চীনে সৃষ্টি হচ্ছে অনেক নতুন নতুন পেশা। এই পেশাগুলোকে সবুজ চাকরি বা সবুজ পেশা নামে অভিহিত করা হচ্ছে। ফরেস্ট রেঞ্জার বা বন রক্ষক,এনভারনমেন্ট স্যানিটেশন  ইঞ্জিনিয়ার বা স্বাস্থ্যকর পরিবেশ প্রকৌশলীর মতো নতুন নতুন পেশা তৈরি হচ্ছে। চীনের জনসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় সম্প্রতি জানায় যে, ২০১৫ সালে যেখানে ১২৭টি সবুজ পেশা ছিল এখন সেখানে ১৩৪টি সবুজ পেশা সৃষ্টি হচ্ছে।

মরুকরণ রোধে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে বিশাল এলাকা জুড়ে গাছ লাগানো হচ্ছে, সবুজায়ন হচ্ছে। হ্যপেই প্রদেশে ৭০ বছর আগে যেখানে বনভূমির পরিমাণ ছিল ১২ শতাংশ এখন সেই প্রদেশে ৫৪.৪৩ শতাংশ বনভূমি আছে।

এমনি একজন সবুজ পোশাজীবী হলেন নিউ ইয়ুচু। তিনি দীর্ঘ অনেক বছর ধরে ফরেস্ট রেঞ্জার হিসেবে হ্যপেই প্রদেশের চোওলু কাউন্টিতে কাজ করছেন। তিনি বন সুরক্ষার পাশাপাশি নতুন বন সৃষ্টির কাজও করছেন।

পরিবেশ সংরক্ষণমূলক এই কাজগুলো চীনকে সবুজ উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শান্তা/রহমান