ব্যাংককে চীন-মার্কিন বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত
2022-11-25 15:31:17

নভেম্বর ২৫: গত সপ্তাহে ব্যাংককে এপেকের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন চলাকালে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই এক বৈঠকে মিলিত হয়েছিলেন।

 

বৈঠকে দু’পক্ষ চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক এবং বহুপক্ষীয় ইস্যু ও আঞ্চলিক আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

 

গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু চুয়ে থিং বলেছেন, চীন-মার্কিন বাণিজ্য বৈঠকে পারস্পরিক সম্মান এবং মতপার্থক্য পাশে সরিয়ে রেখে মিল অন্বেষণ করার ভিত্তিতে সহযোগিতার ওপর জোর দেয় বেইজিং। পারস্পরিক আস্থার ভিত্তিতে দু’পক্ষের মধ্যকার মতভেদ মোকাবিলা করার পরামর্শ দেয় চীন। চীনের পুঁজি বিনিয়োগের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং তাইওয়ান ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে চীন।

 

সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের বিভিন্ন তথ্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী ওয়াং বলেছেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন, বৈদেশিক উন্মুক্তকরণ, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং শান্তিপূর্ণ উন্নয়নে অবিচল থাকবে বেইজিং।

চীনা মুখপাত্র শু বলেন, চীন ও মার্কিন প্রতিনিধির বৈঠক পারস্পরিক সমঝোতার জন্য সহায়ক হবে। দু’দেশের নেতৃবৃন্দের বৈঠকের মতৈক্যে বাস্তবায়নে মার্কিন পক্ষের সাথে যৌথ প্রয়াস চালাবে বেইজিং, যাতে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্রুত স্বাভাবিক উন্নয়নের পথে ফিরিয়ে আনা যায়। (সুবর্ণা/এনাম/স্বর্ণা)