ছ্যাং এ্য চন্দ্র মিশনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ দিচ্ছে চীন
2022-11-25 19:26:24

 

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) বৃহস্পতিবার আন্তর্জাতিক পেলোড বিষয়ে প্রকাশ করেছে। এগুলো ছ্যা এ্য ৬ চন্দ্র অনুসন্ধ্যান মিশনে অন্তর্ভুক্ত হবে। একই সঙ্গে তারা ছ্যাং এ্য ৭ মিশনের জন্য আন্তর্জাতিক পেলোড প্রস্তাব আহ্বান করে আরেকটি ঘোষণা দিয়েছে।

সিএনএসএ ঘোষণা করেছে যে, এটি ফ্রান্স, ইতালি এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি/সুইডেন থেকে ছ্যাং এ্য ৬ মিশনে ল্যান্ডার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং অরবিটারে একটি পাকিস্তানি পেলোড বহন করবে।

সিএনএসএ অনুসারে, ছ্যাং এ্য ৭  মিশন, যা  ২০২৬ সালের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে পরিবেশ এবং সম্পদ অন্বেষণ করা এবং একটি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের ভিত্তি স্থাপন করা এর লক্ষ্য।

সিএনএসএ জানিয়েছে, ল্যান্ডারে ১০ কেজি পেলোড এবং অরবিটারে ১৫ কেজি পেলোড বহন করার প্রস্তাব দিয়ে চীন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মিশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

 

অভিপ্রায় পত্র জমা দেওয়ার সময়সীমা হল ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। প্রাথমিক নির্বাচন এপ্রিলের শুরুতে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং ছ্যাং ই ৭ যে  আন্তর্জাতিক পেলোড বহন করবে তা জুলাইয়ের শুরুতে নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।

 

 সিএনএসএ ২০২২সালের জাতিসংঘ -চীন দ্বিতীয় গ্লোবাল পার্টনারশিপ ওয়ার্কশপ অন স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড ইনোভেশন চলাকালীন সর্বশেষ চন্দ্র অন্বেষণ মিশনের আপডেটগুলি উন্মোচন করেছে।  এই ওয়ার্কশপ সোমবার চীনের দক্ষিণ দ্বীপ প্রদেশ হাইনানের রাজধানী হাইখোওতে শুরু হয়।

শান্তা/রহমান