চীনের বায়ুদূষণ নিয়ন্ত্রণ উদ্যোগে ব্যাপক সাফল্য
2022-11-25 19:34:49

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পরিবেশ বিজ্ঞান অ্যাকাডেমির প্রেসিডেন্ট লি হাইশেং বলেছেন, ২০১৩ সাল থেকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ জোরদার করার মধ্য দিয়ে চীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার মধ্যে ‘উভয়ের জন্য উপকারী’ ভারসাম্য অর্জন করেছে।

অনলাইন প্লাটফর্মে বৃহস্পতিবার অনুষ্ঠিত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিবেশ বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রধানদের বার্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

লি বলেন, চীন বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ২০১৩ সালে একটি জাতীয় অভিযান শুরু পর সারা দেশের সব অঞ্চলে বায়ুর গুণমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

উপাত্ত উপস্থাপন করে তিনি বলেন, ওই অভিযান শুরু হওয়ার পর ৭৪টি প্রধান শহর পিএম২.৫ অর্থাৎ আড়াই মাইক্রোমিটার বা তার কম ব্যাসের কণা নিরীক্ষণ করতে শুরু করে এবং তারা দেখতে পায় গত ১০ বছরে দূষণকারীর পদার্থের ঘনত্ব ৫৬ শতাংশ কমে এসেছে। -

রহমান/শান্তা