কফি হাউসের আড্ডা: শাওকট হাসান শাফিনের চোখে বিশ্ব ইন্টারনেট সম্মেলন
2022-11-25 20:47:26

সম্প্রতি চীনের চেচিয়াং প্রদেশের উ জেন শহরে বিশ্ব ইন্টারনেট সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইন্টারনেটের ভবিষ্যত উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা-সভা বা অনুষ্ঠান আয়োজিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল: ‘যৌথভাবে সাইবারস্পেসের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা’।

আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন শাওকট হাসান শাফিন। তিনি বর্তমানে আন্তর্জাতিক কম্পানি আসিয়া ব্রাউন বোভেরি (এবিবি)-তে আইটি অপারেশনস বিভাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বেইজিংয়ে বেইহাং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে মাস্টারস ডিগ্রি লাভ করেন। তাঁর দৃষ্টিতে এবারের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় কী কী? চলুন তাহলে, জনাব শাওকট হাসান শাফিনের সঙ্গে আড্ডা দিই।