মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম
2022-11-25 16:50:21

নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কুয়ালালামপুরের ইস্তানা নেগারায় শপথ নিয়েছেন মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা হবে নতুন সরকারের প্রধান কাজ। 

তিনি দুর্নীতি দমন, স্বাধীন বিচার ব্যবস্থা, ও জনগণের কল্যাণ নিশ্চিত করবেন বলে জানান। সেসঙ্গে অন্যান্য দলকে তাঁর নেতৃত্বাধীন যৌথ সরকারে যোগদানের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী, অর্থ, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করবে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নত করবে মালয়েশিয়া।

উল্লেখ্য, আনোয়ার মালয়েশিয়ার পাকাতান হারাপানের শীর্ষনেতা। এর আগে তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো রাজনৈতিক দল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশের রাজা গত ২৪ নভেম্বর আনোয়ারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন।

(তুহিনা/এনাম/শুয়েই)