ইয়াংসি নদীর আধুনিক বন্দর ব্যবস্থা গড়ে তুলবে চীন
2022-11-25 18:39:51

 


নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার)   চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০৩৫ সাল পর্যন্ত চীনে সার্বিকভাবে   যুক্তিসঙ্গত বিন্যাসের, সুসংহত বৈশিষ্ট্যের, নিবিড় সবুজ এবং নিরাপদ বুদ্ধিমান   একটি আধুনিক ইয়াংসি নদী বন্দর ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রক্রিয়ায় বন্দরের উপকূলরেখার   সম্পদ কার্যকরভাবে রক্ষা করা হবে।

 

সম্প্রতি চীনের পরিবহন মন্ত্রণালয়   এবং জাতীয় উন্নয়ন সংস্কার কমিটি ‘ইয়াংসি নদীর বন্দর বিন্যাস কার্যক্রম ও বন্দর উপকূলরেখা রক্ষা   ও ব্যবহার কর্মসূচি’ প্রকাশ করেছে। কর্মসূচিতে বলা হয়, বন্দরের বিন্যাসকে সুবিন্যস্ত করতে হবে। ইয়াংসি নদীর মাঝামাঝি ও উপরের বন্দরগুলোকে   উন্নত করতে হবে, যাতে একত্রে উন্নয়ন   প্রক্রিয়াকে এগিয়ে নেয়া যায়।

 

বন্দরগুলোর উচ্চ গুণগত মানের উন্নয়নকে   এগিয়ে নেয়া সম্পর্কে এই কর্মসূচিতে বলা হয়েছে যে রেলপথ সরাসরি বন্দরে প্রবেশ করবে, এবং সবুজ বন্দর নির্মাণ দ্রুত করতে   হবে।

   

(ওয়াং হাইমান/এনাম/ছাই)