পরিযায়ী পাখির গ্রন্থাগার

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক:  ফোইয়াং লেক হলো চীনের বৃহত্তম মিঠা পানির লেক। উহানে অবস্থিত এই লেক পরিযায়ী পাখিদের নিশ্চিত আবাসস্থল। এখানে গড়ে তোলা হয়েছে পরিযায়ী পাখির গ্রন্থাগার। মূলত শিশুদের জন্য এই গ্রন্থাগার গড়ে তুলেছেন পাখি সুরক্ষা কার্যক্রমের স্বেচ্ছাসেবক চাং শিইয়াং। তিনি তার পূর্বপ্রজন্মের মানুষদের প্রতিষ্ঠিত একটি পারিবারিক মন্দিরে এই গ্রন্থাগার গড়ে তোলেন। স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা এখানে এসে পাখি বিষয়ক বিভিন্ন বই পড়ে। তারা পাখি বিষয়ে সচেতন হয়। ভবিষ্যত প্রজন্ম যেন পরিবেশ সুরক্ষায় ভালো ভূমিকা রাখতে পারে সেজন্যই এই গ্রন্থাগার গড়ে তোলেন চাং। চাং বলেন তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য এমন ব্যতিক্রমী গ্রন্থাগার গড়েছেন।

ফোইয়াং লেক এলাকায় রয়েছে জলাভূমি পার্ক এবং সংরক্ষিত এলাকা। এখানকার মা ইং লেক এলাকার পাখি সুরক্ষা সংগঠনের প্রেসিডেন্ট সু সিয়াওহুয়া। তিনি মনে করেন পরিবেশ বিষয়ে সচেতনতার ফলে এখানে পরিযায়ী পাখিরা নিরাপদে থাকতে পারছে। ওরিয়েন্টাল স্টর্ক, হোয়াইট ক্রেন, হোয়াইট স্পুনবিল, সিগনেট, ব্ল্যাক স্টর্কসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এখানে আসে। পাখিরা যেন খাদ্য ও আশ্রয় পায় তা দেখার জন্য কর্মী রয়েছেন অনেকে। তারা লেকের পানিতে পাখির খাদ্য দেন। পাখিগুলোকে এবং তাদের পরিবেশ রক্ষার কাজ করেন।

শান্তা/রহমান