সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে মর্মাহত সি চিন পিং
2022-11-25 20:15:43

নভেম্বর ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) সলোমন দ্বীপপুঞ্জের গভর্নর ড্যাভিড ভোনাজিকে সেদেশে সংঘটিত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন।

সি চিন পিং বলেন, তিনি সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের খবর পেয়ে মর্মাহত হয়েছেন। চীন সরকার এবং চীনা জনগণের পক্ষ থেকে তিনি সলোমন দ্বীপপুঞ্জের সরকার ও জনগণকে আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, চীন এবং সলোমন দ্বীপপুঞ্জ ভাল বন্ধু, ভাল ভাই, এবং ভাল অংশীদার। দু’পক্ষ একে অপরকে সমর্থন এবং সাহায্য করে আসছে। সলোমন দ্বীপপুঞ্জের জনগণকে বিপর্যয় কাটিয়ে উঠতে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা করতে যথাসাধ্য সহায়তা দিতে প্রস্তুত চীন।

একই দিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারেকে একটি সমবেদনাবার্তা পাঠিয়েছেন।

 (ইয়াং/এনাম/ছাই)