প্রাকৃতিক গ্যাসের মূল্যসীমা নির্ধারণে একমত হতে ব্যর্থ ইইউ
2022-11-25 15:42:42

নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীদের এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সম্মেলনে আগে প্রস্তাবিত প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে একমত না হয়ে ডিসেম্বরে আবারও এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে।

 

সম্মেলন শেষে ইইউ’র পালাক্রমিক সভাপতি দেশ চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জোজেফ সিকেলা বলেন, মন্ত্রীদের মধ্যে প্রাকৃতিক গ্যাসের মূল্যসীমা নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে, তাঁরা যৌথভাবে প্রাকৃতিক গ্যাস কেনা এবং টেকসই জ্বালানি বণ্টন বেগবান করাসহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন।

 

(প্রেমা/এনাম/শুয়েই)