বেইজিংয়ে চীন, কিউবার প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
2022-11-25 16:53:15

নভেম্বর ২৫: আজ (শুক্রবার) সকালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং সফররত কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক ও  সেদেশের প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল বারমুডেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে সি চিন পিং বলেন, কিউবা হলো গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী পশ্চিম গোলার্ধের প্রথম দেশ। চীন-কিউবা সম্পর্ক সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আন্তরিক সহায়তার মডেল হয়ে উঠেছে।

তিনি বলেন, কিউবার সঙ্গে ক্রমাগত রাজনৈতিক আস্থাকে গভীরতর, বাস্তব সহযোগিতা সম্প্রসারিত, একে অপরের মূল স্বার্থকে সমর্থন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার, এবং সমাজতান্ত্রিক উন্নয়নের পথে একসঙ্গে  কাজ করতে ইচ্ছুক চীন।

প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল বলেন, ‘এই সফরে আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই রাষ্ট্রীয় সফরে আমাকে সদয় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চীনের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক উন্নয়নে আপনার এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির তাত্ত্বিক ও বাস্তবিক অবদানের স্বীকৃতি দিই আমি। আমরা বিশ্বাস করি যে এটি সমস্ত প্রগতিশীল শক্তির জন্য একটি সত্যিকারের উত্সাহ।’

 (ইয়াং/এনাম/ছাই)