তুষার-বরফ সম্পদকে কাজে লাগাচ্ছে চিলিন প্রদেশ
2022-11-25 19:18:30

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশ। এখানে শীতের তীব্রতা বেশি। এরমধ্যেই শীত ঋতু জাঁকিয়ে বসেছে চিলিনে। তুষারপাতও হচ্ছে। এই বরফ ও তুষারকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙা করার উপায় বের করে নিয়েছে চিলিন।

 

গ্রামীণ অর্থনীতিতে এখানে নতুন গতি সঞ্চার করছে স্কি রিসোর্টগুলো। চিলিন প্রদেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে শীতকালীন রিসোর্ট যেখানে তুষার ক্রীড়ার ব্যবস্থা রয়েছে।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২ এর পর থেকে চীনে তুষার-বরফ ক্রীড়া আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। স্কি, আইসহকিসহ বিভিন্ন ক্রীড়ার ব্যবস্থা থাকায় রিসোর্টগুলোতে পর্যটকরা যাচ্ছেন।

 

চিলিনসিটির লেক  সুংহুয়া একটি পর্যটন স্থান। এখানে শীতকালীন রিসোর্টে পর্যটকরা আসেন অবকাশ কাটাতে। শুধু শীতকালীন ক্রীড়াই নয় পাশাপাশি স্থানীয় খাবার, সংস্কৃতি ইত্যাদিও উপভোগ করেন তারা।

স্থানীয় গ্রামবাসীরা অনেক ক্ষেত্রে নিজেদের বসতবাড়ির একটু অদলবদল করে হোম স্টে গড়ে তুলছেন, আবার অনেকের কর্মসংস্থানও হয়েছে বিভিন্ন রিসোর্টে। সব মিলিয়ে তুষার-বরফ সম্পদকে কাজে চালিয়ে জেগে উঠছে চিলিনের অর্থনীতি।

 

শান্তা/রহমান