চীনের রিয়েল এস্টেট উন্নয়ন খাতের ঋণ ২.৬৪ ট্রিলিয়ন ইউয়ান
2022-11-25 17:01:26

নভেম্বর ২৫: গত অক্টোবর মাস পর্যন্ত রিয়েল এস্টেট উন্নয়ন খাতকে মোট ২.৬৪ ট্রিলিয়ন ইউয়ান ঋণ দিয়েছে চীনের ব্যাংকিং খাত। একই সময় মোট ৪.৮৪ ট্রিলিয়ন ইউয়ান বন্ধকী ঋণও প্রদান করেছে দেশের ব্যাংগুলো। চায়না ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ তথ্য জানায়।


কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, গত বছরের দ্বিতীয়ার্ধে দীর্ঘদিন ধরে বিরাজমান ‘উচ্চ লিভারেজ, উচ্চ ঋণ ও উচ্চ টার্নওভারে’র অস্থিতিশীল ব্যবসায়িক কাঠামোর কারণে অল্প সংখ্যক রিয়েল এস্টেট কোম্পানি ঝুঁকির মুখে পড়েছিল, যা বাজারে বাড়তি প্রভাব ফেলেছে। এছাড়া, মহামারীর নেতিবাচক প্রভাবের কারণে রিয়েল এস্টেট বাজারে কিছুটা সমন্বয় করা হয়েছে।

 

জানা গেছে, এ পর্যন্ত জনগণের কেনা বাড়িগুলো সময় মতো বুঝিয়ে দেয়ার খাতে বিশেষ ঋণ জারি অগ্রগতি অর্জন করেছে।

 

তিনি বলেন, পরবর্তী ধাপে আবাসন ও নগর ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, পিপলস ব্যাংক অব চায়না এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা হবে। রিয়েল এস্টেট শিল্পের সঠিক উন্নয়ন বেগবান করা হবে। (ছাই/এনাম)