বৃটেনে চীনে তৈরি ক্যামেরা ব্যবহার বন্ধের সিদ্ধান্তের দৃঢ় বিরোধিতা চীনের
2022-11-25 20:07:07

নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার) বৃটিশ সরকার তথাকথিত ‘নিরাপত্তা বিবেচনা’র কারণে দেশের সরকারি ভবনগুলোতে চীনের তৈরি নজরদারি ক্যামেরা ব্যবহার স্থগিত করার নির্দেশ দিয়েছে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নিরাপত্তার ধারণা সম্পর্কে কারো কারো অতি-সরলীকরণ এবং চীনা কোম্পানিগুলোকে অযৌক্তিক দমনের দৃঢ় বিরোধিতা করে বেইজিং।  

মাও নিং বলেন, চীন সরকার সব সময় চীনের কোম্পানিগুলোকে বাজারের নীতিমালা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আইন মেনে চলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ করতে উত্সাহিত করে। চীন দৃঢ়ভাবে কিছু লোকের জাতীয় নিরাপত্তার ধারণার অতি-সরলীকরণ এবং অযৌক্তিকভাবে চীনা কোম্পানিগুলোকে দমনের বিরোধিতা করে।

তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট প্রবণতার দিকে গভীর নজর রাখবো। চীন সরকার দৃঢ়ভাবে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।’  (ইয়াং/এনাম/ছাই)