বিশ্ব শান্তিতে অবদান রেখে যাবে চীনের সশস্ত্র বাহিনী: প্রতিরক্ষামন্ত্রী
2022-11-24 18:28:19

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফাংহে বলেছেন, বিশ্বে স্থিতিশীলতা আনতে এবং তার জন্য ইতিবাচক শক্তি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ।

বুধবার কম্বোডিয়ায় নবম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগদানের সময় একথা বলেন তিনি।

ওয়েই ফাংহে বলেন, চীনের শান্তিপূর্ণ উন্নয়ন অবশ্যই বিশ্বের উন্নয়নে নতুন সুযোগ বয়ে আনবে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিশ্ব শান্তিতে অবদান রাখতে অন্যান্য দেশের সামরিক বাহিনীর সাথে কাজ করতে ইচ্ছুক চীনের সামরিক বাহিনী।

তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থ রক্ষার আস্থা ও সক্ষমতা রয়েছে চীনা সশস্ত্র বাহিনীর।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, সকল দেশের প্রতিরক্ষা বিভাগের উচিৎ আসিয়ানের ‘কেন্দ্রীয়তাকে’ সমুন্নত রাখা, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ (জিএসআই) বাস্তবায়ন করা, ব্যবহারিক সহযোগিতার গুরুত্ব দেওয়া এবং অঞ্চলে নিরাপত্তা বন্ধন তৈরিতে একসঙ্গে কাজ করা।

রহমান/শান্তা