চীনের উত্পাদন শিল্পে বাড়ছে বিদেশি পুঁজি
2022-11-24 18:22:03

নভেম্বর ২৪: চলতি বছর চীনের উত্পাদন শিল্প বিদেশি বিনিয়োগ গ্রহণের ভাল গতি বজায় রেখেছে। আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইয়ু থিং এ কথা জানান।

মুখপাত্র বলেন, চীনের বিশাল বাজার, সম্পূর্ণ শিল্প ব্যবস্থা, সম্পূর্ণ অবকাঠামো এবং স্থিতিশীল সামাজিক পরিবেশের সম্ভাবনা নিয়ে অনেক আন্তর্জাতিক কোম্পানি আশাবাদী। তাই তারা চীনে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২১ সালে চীনের উত্পাদন শিল্প ৩৩.৭৩ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি পুঁজি গ্রহণ করেছে। তা গত বছরের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। চলতি বছরও এ সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে।

সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে একত্রে কিছু ধারাবাহিক নীতিমালা জারি করেছে। তাদের মধ্যে অন্যতম হল "উত্পাদন শিল্পে বিদেশি বিনিয়োগের সম্প্রসারণ, স্থিতিশীলতা এবং গুণগত মানের উন্নতির জন্য বেশ কিছু নীতি ও ব্যবস্থা" এবং "বিদেশি বিনিয়োগ উত্সাহিত করে এমন শিল্পের ক্যাটালগ" (২০২২ সংস্করণ)"। এসব নীতির "বেশ কিছু নীতি এবং ব্যবস্থা" উত্পাদন শিল্পে বিনিয়োগ আকর্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এতে বিদেশি-তহবিলযুক্ত উদ্যোগের জন্য "বিদেশি বিনিয়োগ অ্যাক্সেসের পরে নাগরিকদের সমান সুবিধার উচ্চ-মান বাস্তবায়ন", "উচ্চ মানের আর্থিক পরিষেবা প্রদান এবং অর্থায়ন সহায়তা” এবং "উত্পাদন শিল্পে বিদেশি-অর্থায়নকৃত উদ্যোগের আমদানি ও রপ্তানি সমর্থন করা" ইত্যাদি ১৫টি নির্দিষ্ট সুবিধাজনক ব্যবস্থা রয়েছে।  

 (ইয়াং/এনাম/ছাই)