চীনা বাজারে বাড়ছে বৈদেশিক পুঁজি
2022-11-24 15:40:47

নভেম্বর ২৪: ২০২২ সালের ফাইন্যানশল স্ট্রিট ফোরামের বার্ষিক সম্মেলন গতকাল (বুধবার) সমাপ্ত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক সংস্থার প্রতিনিধিরা মনে করেন, বর্তমানে বিশ্বের অর্থনীতির অনিশ্চয়তা বেড়ে চলছে; তবে, চীনা বাজার সম্বন্ধে বৈদেশিক পুঁজি অনেক আস্থাবান এবং সবুজ ও নিম্ন কার্বন নির্গমন, চিকিৎসা ও স্বাস্থ্যসহ বহু খাতে বরাদ্দ জোরদার করা হয়েছে।

 

চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা পরিচালনা ব্যুরোর উপ-প্রধান লু লেই সম্মেলনে বলেন, ২০২১ সালে চীনের বৈদেশিক বাণিজ্য খাতের সরাসরি বরাদ্দ ২০১২ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে হাই-টেক প্রযুক্তি সেবা খাতে বৈদেশিক পুঁজি বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে।

 

তিনি জানান, বিভিন্ন বৈদেশিক আর্থিক সংস্থা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তারা চীনের পুঁজি বিনিয়োগ সুযোগের ওপর নিবিড় দৃষ্টি রাখছে। চীনের অর্থনীতি জোরদারের মাধ্যমে বিশ্বের ভোগ্য বাজার ও প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী হবে।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে চীনে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ ছিল ১ ট্রিলিয়ন ১৪৯ বিলিয়ন মার্কিন ডলার। যা ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের প্রথম দশ মাসে চীনে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ ছিল ১ ট্রিলিয়ন ৮৯.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৪ শতাংশ বেশি। হাই-টেক প্রযুক্তি খাতে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩১.৭ শতাংশ।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বৈদেশিক পুঁজি বিনিয়োগ স্থিতিশীল করার নীতি আরও জোরদার হচ্ছে, বাণিজ্যিক পরিবেশ আরও সুসংহত হচ্ছে, চীনা বাজার সম্বন্ধে বিদেশি ব্যবসায়ীর আস্থা আরও বেড়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বেশ কয়েক জন প্রতিনিধি মনে করেন, চীন সবুজ উন্নয়নের যে পথ উন্মোচন করেছে, তা আরও বেশি বৈদেশিক পুঁজি বিনিয়োগকারীদের জন্য নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। এটি অর্থের শক্তিশালী সেতু হিসেবে টেকসই পুঁজি বিনিয়োগের ধারণাকে সংযুক্ত করবে।

 

ফ্রান্সের ইউরেজিও গ্রুপের সিইও ভার্জিনি মরগন বলেন, ইউরোপ ও চীনের চিকিৎসা ও স্বাস্থ্য এবং সফ্টওয়ার শিল্পের ব্যাপারে তিনি খুব আস্থাবান। চীনের সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক স্থাপনের মাধ্যমে চীনা বাজারে তাঁর গ্রুপের পুঁজি বিনিয়োগকারী চারটি কোম্পানির উন্নয়ন অনেক সুষ্ঠুভাবে চলছে।

 

তিনি বলেন, তাঁর কোম্পানি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে অন্তর্ভুক্ত করে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এর মাধ্যমে সহস্রাধিক তরুণ চোখের ডাক্তারের প্রশিক্ষণ পাবে। আরেকটি কোম্পানি চীনের বৈদ্যুতিক গাড়িকে ইউরোপীয় বাজারে রপ্তানি করছে।

 

ইউটিএসি কোম্পানির সিইও লরেন্ট বেনোইট বলেন, চীনের নিম্ন কার্বন নির্গমন উন্নয়নের লক্ষ্য উত্থাপনের সঙ্গে নতুন জ্বালানি-চালিত গাড়ি এবং পরিবেশবান্ধব শিল্প বাজার আরও সমৃদ্ধ হবে।

 

চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশনের সিইও ভেং ছুন জানিয়েছেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে, করোনা ভাইরাসের মহামারির প্রভাব এখনো চলছে, ভৌগলিক রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি উত্তেজনাময় হচ্ছে, বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইন বাধাগ্রস্ত হচ্ছে, খাদ্য, জ্বালানি ও ঋণসহ বিভিন্ন সংকট দেখা যাচ্ছে, এবং বিশ্ব অর্থনীতির মন্দার চাপ বেড়ে যাচ্ছে; এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক আর্থিক  বাজার আরও দুর্বল হচ্ছে। ফলে উন্নয়ন ও সহযোগিতা হল বিশ্বব্যাপী সমস্যা সমাধানের ‘চাবি’।

 

ভেং ছুন বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরেরও বেশি সময়ে চীন সক্রিয়ভাবে বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়েছে। সার্বিকভাবে উন্মুক্তকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, চীনে আরও বড় আকারের, আরও গভীর মাত্রার উন্মুক্ত কাঠামো সৃষ্ট হচ্ছে।

 

তিনি বলেন, চীন সক্রিয়ভাবে বিশ্বের সরবরাহ চেইন মজবুত করার জন্য আরও বড় সমর্থন দিচ্ছে, যাতে চীনের নতুন উন্নয়ন দিয়ে বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা যায়।

 

(শুয়েই/এনাম)