ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান চীনের
2022-11-24 18:23:23

নভেম্বর ২৪: সংকটের বাড়তি প্রভাব নিয়ন্ত্রণ করা  ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। গতকাল (বুধবার) ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি পর্যালোচনায় চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ কথা বলেন।

তিনি বলেন, কৃষ্ণ সাগরের বন্দর থেকে কৃষি পণ্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ঐকমত্য এবং রাশিয়ার শস্য ও রাসায়নিক সার রপ্তানির ক্ষেত্রে বাধা অপসারণে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন।

তিনি বলেন, চীন আশা করে, এই ইতিবাচক অগ্রগতি বাইরের বিশ্বের কাছে সংঘাতময় পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টার কৃতিত্ব ও সম্ভাবনা প্রদর্শন করবে। সংশ্লিষ্ট পক্ষগুলো এর ভিত্তিতে যোগাযোগ বজায় রাখতে এবং আরও কূটনৈতিক অগ্রগতির জন্য প্রচেষ্টা চালাতে পারবে।

কেং শুয়াং বলেন, ইউক্রেনের সংঘাত এখনও চলছে; বেসামরিক ব্যবস্থার বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ হচ্ছে এবং বেসামরিক হতাহতের ও গৃহহারা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতির অবনতি খুবই উদ্বেগজনক। সংঘাত ও যুদ্ধে কোন পক্ষই বিজয়ী হয় না, এবং সংলাপ ও আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র উপায়। তাই সব পক্ষের যত দ্রুত সম্ভব সরাসরি যোগাযোগ এবং কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করা উচিত।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান, সংঘাতের বৃদ্ধি এড়ানো, পারমাণবিক সংকট প্রতিরোধ, বৈশ্বিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত এবং সংকটপূর্ণ এলাকায় মানবিক পরিস্থিতির উন্নতিতে একত্রে কাজ করা। 

 (ইয়াং/এনাম/ছাই)