কমছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উত্পাদন
2022-11-24 18:25:16


নভেম্বর ২৪: রাশিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গতকাল (বুধবার) প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ১০ মাসে রাশিয়ার তেল উত্পাদন গত বছরের তুলনায় ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে; তবে, প্রাকৃতিক গ্যাসের উত্পাদন কমেছে ১৩ শতাংশ।

ইন্টারফ্যাক্স বার্তাসংস্থার খবর অনুসারে, এই বছরের প্রথম ১০ মাসে রাশিয়ার তেল ও কনডেনসেট গ্যাসের উত্পাদন  ছিল ৪৪৩ মিলিয়ন টন; প্রাকৃতিক গ্যাসের উত্পাদন ছিল ৪৭৪ বিলিয়ন ঘনমিটার, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ কম। একই সময়ে এলএনজি উত্পাদন ২৬.৯ মিলিয়ন টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১০.৬ শতাংশ বেশি।

জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী কয়েক দিন আগে জানিয়েছিলেন, রাশিয়া তার তেলের দামের সীমা আরোপকারী দেশগুলিকে তেল ও তেলজাত পণ্য সরবরাহ করবে না এবং রপ্তানির দিকটি পুনরায় সামঞ্জস্য করবে বা উত্পাদন কমাবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ার তেল ও গ্যাসের কনডেনসেট উত্পাদন ছিল ৫২৪ মিলিয়ন টন এবং প্রাকৃতিক গ্যাসের উত্পাদন ছিল ৭৬২.৩ বিলিয়ন ঘনমিটার, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ২.২ শতাংশ ও ১০ শতাংশ বেশি।

 (ইয়াং/এনাম/ছাই)