মার্কিন নীতির ব্যাপারে ক্ষোভ বাড়ছে ইউরোপে
2022-11-24 15:06:54

নভেম্বর ২৪: গত সোমবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর বাসভবনে ইউরোপীয় শিল্পপতিদের সম্মানে এক ভোজের আয়োজন করেন।

তিনি এমন একটি সময় এ ভোজের আয়োজন করলেন- যখন ইউরোপে জ্বালানির দাম ও উত্পাদন খরচ বৃদ্ধির কারণে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো কঠিন সংকটের মুখে পড়েছে।

ফ্রান্সের মেটালাজিক্যাল ইন্ডাস্ট্রিজ ইউনিয়নের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ বিল গড়ে প্রায় ৪ গুণ বাড়বে। কিন্তু যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি, ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনে’র মাধ্যমে নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে দেয়া ভর্তুকির কারণে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রমুখী করেছে।

এমতাবস্থায় অনেক বেশি ইউরোপীয় মনে করছেন, রুশ-ইউক্রেন সংঘর্ষের কারণে ইউরোপীয়দের কৌশলগত আত্মনির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে। জ্বালানি সংকটের কারণে ইউরোপীয় নির্মাণ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসবকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে অনেকে মনে করছেন।

বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউরোপের দেশগুলো লড়াই শুরু করেছে। তাদের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে মার্কিন নীতির বিরোধিতা শুরু করছে।  ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক বিষয়ে আরও যুক্তিযুক্ত পথ বেছে নেয়াও শুরু করেছে।

(প্রেমা/এনাম/শুয়েই)