রেশমপোকার জিন নকশা বের করেছেন চীনা বিজ্ঞানীরা
2022-11-24 18:23:07

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বে এই প্রথমবারের মতো রেশম পোকার জিনোম সিকোয়েন্স বা জিন নকশা আবিস্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। সম্প্রতি এ তথ্য জানা গেছে।

গত ৯ অক্টোবর ছংছিংয়ে অবস্থিত সাউথওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানকার বিজ্ঞানীরা রেশমপোকার সুপার প্যান-জিনোম নকশা বের করেছেন।

এর আগে ১৯৯০ সালে মানব জিনোম প্রকল্প এবং ১৯৯৮ সালে ধানের জিনোম প্রকল্পের সাফল্যের পর এবার রেশমপোকার জিনোম প্রকল্প নেয় চীনা কর্তৃপক্ষ।

সাউথওয়েস্ট ইউনিভার্সিটির সিল্কওয়ার্ম জিনোম বায়োলজির ল্যাবরেটরিতে পরিচালিত ওই প্রকল্পটি রেশমকীট বিজ্ঞানকে তথ্য যুগে প্রবেশে সক্ষম করবে বলে মনে করা হচ্ছে।

 রহমান/শান্তা