মার্কিন ডলারের আধিপত্য: বিশৃঙ্খল বিশ্ব অর্থনীতির শিকড়
2022-11-24 13:17:43

ইউএস ফেডারেল রিজার্ভ ২ নভেম্বর আবারও ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। চলতি বছরের মার্চ থেকে, ফেডারেল রিজার্ভ টানা ছয় বার সুদের হার বাড়িয়েছে। ফলে ২০০৮ সালের জানুয়ারি থেকে সুদের হার হয়েছে সর্বোচ্চ। মার্কিন সাবেক অর্থমন্ত্রী জন কনালি একবার বলেছিলেন, ‘ডলার আমাদের মুদ্রা, তোমাদের সমস্যা।’ যখন বিশ্ব অর্থনীতি করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের নেতিবাচক ধাক্কা সামলাচ্ছে, তখন  সাবেক মার্কিন অর্থমন্ত্রীর কথা যেন আবার সত্য প্রমাণিত হয়েছে। মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি হলে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে পুঁজি আকৃষ্ট করবে, যা অন্যান্য দেশের স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটাবে, ঋণ পরিষেবার খরচ বাড়াবে। যার ফলে কিছু দেশ এমনকি মুদ্রা বা ঋণ সংকটে পড়ে যাবে।