কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বার্ষিকীতে কঙ্গো গণতান্ত্রিক জাতন্ত্রের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন সি চিন পিং
2022-11-24 15:59:26

নভেম্বর ২৪: আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফেলিক্স-অ্যান্টোইন শিসেকেডি শিলোম্বো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৫০তম বার্ষিকীতে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

বার্তায় সি চিন পিং বলেন,  গত ৫০ বছরে দু’দেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। দু’দেশের ঐতিহ্যগত মৈত্রী অব্যাহতভাবে গভীর হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশ সহযোগিতা ও অভিন্ন কল্যাণের কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়ে তুলেছে। ফলে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, ‘আমি দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিই। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে প্রেসিডেন্ট শিলোম্বোর সঙ্গে মিলে দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক আমি।’

প্রেসিডেন্ট শিলোম্বো তাঁর বার্তায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আবারও নিযুক্ত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানান। অব্যাহতভাবে দু’দেশের ঐতিহ্যগত মৈত্রী গভীরতর ও দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্কের নতুন সাফল্য অর্জন বেগবান করা এবং দু’দেশের জনগণের স্বার্থ বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। (ছাই/এনাম)