আন্তর্জাতিক সন্ত্রাসদমন সহযোগিতা বাড়াবে চীন
2022-11-24 15:42:10

নভেম্বর ২৪: গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসদমন সংশ্লিষ্ট কমিটিগুলো এক যৌথ ব্রিফিং করেছে।

তাতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেন, নিরাপত্তা পরিষদের ১২৭৬ কমিটি, ১৫৪০ কমিটি, ও সন্ত্রাসদমন কমিটিতে কাজ করবে চীন। আন্তর্জাতিক সন্ত্রাসদমন সহযোগিতা ত্বরান্বিত ও সন্ত্রাস দমন ব্যবস্থা উন্নত করবে। পাশাপাশি,  বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখবে বেইজিং।

কেং শুয়াং বলেন, ১২৬৭ কমিটি হচ্ছে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সন্ত্রাস-বিরোধী নিষেধাজ্ঞা প্রক্রিয়া বাস্তবায়নকারী। কমিটির মনিটরিং টিম সন্ত্রাসী হুমকিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং প্রকাশিত প্রতিবেদন কমিটির কাজের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী সহযোগিতার জন্য অনেক সাহায্য করে। কমিটির কাজের প্রশংসা করে চীন। 

তিনি বলেন, কমিটির তালিকাভুক্ত করা ও তালিকা থেকে বাদ দেয়াকে গুরুত্ব দেয় চীন। সংশ্লিষ্ট কাজ সত্য তথ্য ও ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে করা উচিত, যাতে নিষেধাজ্ঞা প্রক্রিয়ার কর্তৃত্ব ও কার্যকারিতা রক্ষা পায়।

তিনি আরও বলেন ২০০৪ সালে পাস হওয়া ১৫৪০ সিদ্ধান্ত হল নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন-সংক্রান্ত প্রথম সিদ্ধান্ত, যা আন্তর্জাতিক সন্ত্রাস দমন কাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। 

চীন মনে করে, ১৫৪০ কমিটির উচিত সদস্য দেশগুলোর নেতৃস্থানীয় অবস্থান নিশ্চিত, উন্নয়নশীল দেশগুলোর ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য, সহায়তা প্রকল্পের কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা এবং কমিটির কাজের স্বচ্ছতা উন্নত করা। সেসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যকার যোগাযোগ জোরদারে ব্যবস্থা নেয়া।

(তুহিনা/এনাম/শুয়েই)