‘তুমি’
2022-11-24 13:51:15

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইয়ুং খাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সু ইয়ুং খাং, ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন কন্ঠশিল্পী এবং অভিনেতা।

 

১৯৮৫ সালে সু ইয়ুং খাং হংকংয়ের চতুর্থ নতুন কন্ঠশিল্পী সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন।

 

১৯৮৯ সালে সু ইয়ুং খাং-এর প্রথম অ্যালবাম ‘অনিদ্রা’ প্রকাশিত হয়। ১৯৯০ সালে সু ইয়ুং খাং হংকংয়ের রেডিও নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার জিতে নেন। 

 

বন্ধুরা, এখন শুনুন সু ইয়ুং খাং-এর কন্ঠে ‘কে’ নামে একটি প্রেমের গান। গানের কথাগুলো এমন: আগে তুমি যে ভালোবাসা আমাকে দিতে, তা অনেক বেশি। মনে হয়, এই ভালোবাসা চিরদিনের। বিশ্বাস করতে পারি না, তোমার ভালোবাসা একদিন ঠান্ডা হয়ে যাবে। আমি কি করবো, জিজ্ঞাস করো না। চিরদিন তোমাকে মনে রাখবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

আচ্ছা, বন্ধুরা, এবারে শুনুন সু ইয়ুং খাং-এর আরেকটি সুন্দর প্রেমের গান, গানের নাম ‘তোমার কারণে মর্মাহত’। গানের কথায় বলা হয়েছে: পুরুষকে ক্ষমা করো, সে মাঝে মাঝে রোম্যান্টিক নয়। পুরুষ, সে মাঝে মাঝে কিছু কথা বলতে পারে না। ক্ষমা করো, পুরুষরা খুব সাধারণ মানুষ। পুরুষের জীবন কল্পনার চেয়েও সাধারণ। পুরুষের জীবন এতো কঠিন, কিছু কিছু প্রতিশ্রুতি সে রাখতে পারে না। 

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘তুমি’। গানের কথাগুলো এমন: কিছু অর্জন করলে আমি হাসি। ভালোবাসার কথা বলি। ঠিক যেন তুমি আমার কাছে এসেছো। যেন বসন্তকালে আছি আমি। কিছু হারালে আমি কাঁদি। আগের সব সুন্দর অনুভূতি, চলে যায়। অপেক্ষা করছি, ভবিষ্যতের অপেক্ষা করছি। চমত্কার জীবন অর্জন করেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো সু ইয়ুং খাং-এর গাওয়া আরেকটি গান , গানের নাম ‘সহজ’। গানের কথাগুলো এমন: প্রথমবারের মত কাঁদি, প্রথমবারের মত কেউ আমাকে সান্ত্বনা দেয় না। সেই অনুভূতি কি ভালোবাসা? আমি তোমাকে দেখি, তুমি চলে যাচ্ছো, এমন অনুভূতি, মনে আঘাত পায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইয়ুং খাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)