বলাকারা উড়ে যায়
2022-11-24 18:18:47

 


নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: এখন চলছে পরিযায়ী পাখিদের দক্ষিণে উড়ে যাবার দিন। উত্তর থেকে মধ্য ও দক্ষিন চীনে পরিযায়ী পাখিরা উড়ে আসছে শীত কাটাতে। মধ্য চীনের হ্যনান প্রদেশের সানমেনসিয়ার জলাভূমিতে এখন ভিড় জমেছে উত্তর থেকে উড়ে আসা পরিযায়ী পাখিদের। ইয়েলো রিভার বা হোয়াং হো নদীর অববাহিকা অঞ্চলে সানমেনসিয়া জলাভূমিতে শীত কাটাবে এই পাখিরা।

এদের মধ্যে বিভিন্ন প্রজাতির রাজহাঁস রয়েছে।

গত কয়েক দশকে চীন সরকারের পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমের ফলে দূষণ কমেছে হোয়াং হো নদীর। জীববৈচিত্র্য রক্ষার জন্য রয়েছে বিশেষ সুরক্ষা কার্যক্রম।

এসব কারণে পরিযায়ী পাখিদের নিশ্চিত আশ্রয়স্থল হয়ে উঠেছে মধ্য ও দক্ষিণ চীনের জলাভূমিগুলো।

শান্তা/সাজিদ