সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: পরিবেশবান্ধব জ্বালানী, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণখাতে বিনিয়োগ করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। এসবখাতে ২০২৬ সালের মধ্যে সদস্য দেশগুলোকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক -এনডিবি। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলোর গঠন করা এই ব্যাংক। এনডিবি’র কৌশলগত ঘোষণাপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে কার্যক্রমের আরো মানোন্নয়ন করতে চায় ব্যাংকটি।
বাড়ছে সূর্যের তাপমাত্রা, বাড়ছে সাগরের উপচ্চতা। ভয়াবহ বিপর্যয়ের মুখে দাড়িয়ে বিশ্ব। বসছে জলবায়ু সম্মেলন, অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, সেসব দেশের কর্তাব্যক্তিরা। ঠিক করা হচ্ছে করণীয়।
বিশ্বব্যাপীই আলাপ উঠেছে পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে। এমনই এমনই প্রেক্ষাপটে পরিবেশবান্ধব জ্বালানীসহ নানা কার্বন নিঃসরণ কমানোর মতো খাতে ঋণ দেওয়ার কথা জানিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। শুধু তাই নয়, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণখাতেও বিনিয়োগ করবে এই ব্যাংক।
সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির প্রেসিডেন্ট মারকোস ট্রয়জো এ কথা বলেন। এ জন্য উদ্ভাবনী নানা পদ্ধতি অবলম্বন করার কথাও জানান তিনি।
মারকোস ট্রয়জো, প্রেসিডেন্ট, এনডিবি
“উদ্ভাবনী টুলস ও বিভিন্ন উৎসের আরো কিছু রিসোর্স ব্যবহার করে আমরা পুঁজিবাজারে, বিশেষ করে বেসরকারিখাতে আমাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছি। আমরা ক্রমাগত মেধাকে বিকশিত করার চেষ্টা করে যাবো। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সবচেয়ে বড় সম্পদই মেধা।“
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৯০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। এনডিবি বলছে, বিনিয়োগের ক্ষেত্রে পানি সম্পদ ব্যবস্থাপনা, শহরাঞ্চলের উন্নয়ন, যোগাযাগ অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানী ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দিচ্ছে।
ছও ছিয়াংউ, ভাইস প্রেসিডেন্ট, এনডিবি
“৫ বছরের মধ্যে এমন একটি বড় বিনিয়োগ খুব সহজ কথা নয়। বিভিন্ন সময়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি বিনিয়োগ আকর্ষণ করেছে। চীনসহ সদস্য দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে টেকসই উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ এরইমধ্যে পরিচিতি পেয়েছে।“
আগামী ৫ বছরের মধ্যে সদস্য দেশগুলোর মধ্যে আরো সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছে এনডিবি। এ ঘোষণার পর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আরো অনেক দেশ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট।
“সত্যিকার অর্থে আমরা আরো কিছু সদস্য নেওয়ার চিন্তা করছি। এটি ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রধানরাও চান। তারা চান এই ব্যাংকটি আরো শক্তিশালী ও আরো বড় প্রতিষ্ঠান হবে। কাজেই আমরা আরো সদস্য নেওয়ার পাশাপাশি এটিকে আরো শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।“
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত হয় ব্রিক্স। এই সদস্য দেশগুলোর উদ্যোগে গঠন করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় চীনের সাংহাইতে। ২০১৫ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক –এনডিবি। এরপর ২০২১ সালে বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত ও মিশর ব্যাংটির বোর্ড অব গভর্নরস এর সদস্য হয়।