সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে তুরস্ক: এরদোয়ান
2022-11-24 15:40:06

নভেম্বর ২৪: তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়্যেপ এরদোয়ান গতকাল (বুধবার) বলেছেন, তুর্কি বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে স্থল সামরিক অভিযান চালিয়ে তুরস্কের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকা বা সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করবে।

এরদোয়ান বলেন, এর আগে তুরস্ক তার বিমান, আর্টিলারি ও ড্রোন দিয়ে হামলা শুরু করেছে। উত্তর সিরিয়ার তেল রিফাত, মানবিজ থেকে আয়নাল আরব পর্যন্ত জঙ্গিদের নির্মূল করবে তুরস্ক।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলের পিকেকে ও ওয়াইপিজি’র ঘাঁটিতে বিমান হামলা করেছে তুরস্ক।  গত ১৩ তারিখে ইস্তান্বুলে বোমা হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে তুরস্ক।

(তুহিনা/এনাম/শুয়েই)