দ্রুত সুদের হার বৃদ্ধি কমানোর পক্ষে বেশিরভাগ ফেড কর্মকর্তা
2022-11-24 18:39:01


 

নভেম্বর ২৪: ইউএস ফেডারেল রিজার্ভ বোর্ডের বেশিরভাগ কর্মকর্তাই যত দ্রুত সম্ভব সুদের হার বৃদ্ধির গতি হ্রাসকে সমর্থন করেন। গতকাল (বুধবার) প্রকাশিত নভেম্বর মাসের আর্থিক নীতির সভার কার্যবিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।

 

গত ২ নভেম্বর ফেডারেল রিজার্ভ এই মাসের আর্থিক নীতির সভা ডেকেছিল। ফেডারেল তহবিলের সুদের হারের লক্ষ্যমাত্রায় ৭৫টি বেসিস পয়েন্ট ৩.৭৫ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশের কাছাকাছি দাঁড়িয়েছে। সেই সঙ্গে সুদের হার বৃদ্ধির গতি সামঞ্জস্য করা যায় কি না--তা নিয়েও আলোচনা করেছে সভা।

 

সভার কার্যবিবরণীতে দেখা যায় যে বেশিরভাগ অংশগ্রহণকারী কর্মকর্তারা মনে করেন, যত দ্রুত সম্ভব সুদের হার বাড়ানোর গতি কমিয়ে দেওয়া প্রয়োজন। এর অর্থ হল ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে তার আর্থিক নীতি সভায় সুদের হার ৫০টি পয়েন্টে কমাতে পারে।

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)