বিশ্বকাপে মেড ইন চায়না পণ্য
2022-11-24 18:20:24

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আলোচনা এখন ঘরে ঘরে। বিশ্বকাপের মাসকট লাইব, ফিফা ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা, ক্রীড়াবিদদের মাঠে আনা নেয়ার জন্য বাস, ছোটোখাটো সুভেনির থেকে শুরু করে সোলার পাওয়ার প্যানেল পর্যন্ত- অনেক পণ্যই তৈরি হয়েছে চীনে।

বিশ্বকাপটি কাতারে চললেও বলা যায় মেড ইন চায়না পণ্যেরই ছড়াছড়ি এখানে। উচ্চ তাপমাত্রার মরু এলাকা কাতারে একটি স্বস্তিদায়ক খেলা উপহার দিতে কাতারের প্রচেষ্টা সেইসঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য গুরুত্ব এ সবেই রয়েছে চীনের অবদান।

প্রধান যে স্টেডিয়াম লুসেইল সেটি নির্মাণেও রয়েছে চীনের অবদান। ১৫০০ নিউ এনার্জি বাস এবং সোলার পাওয়ার প্ল্যান্টও মেড ইন চায়না।

কাতারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চোও চিয়ান সিএমজিকে বলেন, ‘কাতারের সর্বত্র এখন মেড ইন চায়না পণ্য চোখে পড়ছে।’

লুসেইল স্টেডিয়ামের নকশা ও নির্মাণের চীনা পক্ষের প্রধান লি ছোংইয়াং সিএমজিকে বলেন, ‘এখন পর্যন্ত লুসেইল স্টেডিয়াম হলো বিশ্বের সবচেয়ে আধুনিক, বৃহত্তম এবং সবচেয়ে কমপ্লেক্স পেশাদারি ফেুটবল স্টেডিয়াম যা ফিফার মান অনুযায়ী নির্মিত হয়েছে।’

এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ‘গ্রিন ওয়ার্ল্ডকাপ ইন ডেজার্ট’। মরুভূমির তীব্র গরমকে হার মানাতে ১৫টি সুপার লার্জ জল সংরক্ষণ ট্যাংক নির্মাণ করা হয়েছে চীনের সহযোগিতায়।

আর দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সুভ্যেনিরে তো লেখাই আছে মেড ইন চায়না।

শান্তা/সাজিদ