সিজিটিএন সমীক্ষা: ৮৫ শতাংশের বেশি মানুষ কোভিডের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের পক্ষে
2022-11-24 18:30:01

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সিজিটিএন পরিচালিত এক বৈশ্বিক অনলাইন সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ যাতে আরও বেশি লোককে সংক্রামিত করতে না পারে সেজন্য ৮৫ শতাংশেরও বেশি মানুষ এ রোগের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণকে সমর্থন করে।

বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে, করোনভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক মাস পরে অনেক রোগী ক্লান্তি, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও ঘ্রাণশক্তি কমে যাওয়ার মতো দীর্ঘ কোভিড উপসর্গে ভুগছে।

এ প্রেক্ষাপটে সমীক্ষায় উত্তরদাতাদের ৬০ শতাংশেরও বেশি বলেছেন, তারা কোভিড-পরবর্তী সমস্যা এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে চিন্তিত। তবে উত্তরদাতাদের মধ্যে মাত্র ২৯ দশমিক ২৯ শতাংশ বলেছেন, তারা চিন্তিত নন আর ১০ দশমিক ১২ শতাংশ জানিয়েছেন তাদের পক্ষে এ ব্যাপারে “কথা বলা কঠিন”।

বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৮৫ দশমিক ৪ শতাংশ বলেছেন, তারা কোভিড-১৯ মোকিবিলায় শক্তিশালী পদক্ষেপ সমর্থন করেন এবং মাত্র ৬ দশমিক ৩ শতাংশ বলেছেন, "না, এটা কোন ব্যাপার না" আর ৮ দশমিক ৩ শতাংশ বলেছেন, এ ব্যাপারে তাদের পক্ষে “কথা বলা কঠিন”।

 রহমান/শান্তা